চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চীনের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’। এ লক্ষ্যে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ৫ দিনের চীন সফরে গিয়ে এ চুক্তি সম্পন্ন করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় ০.৫ একর জমি কনফুসিয়াস সেন্টারের জন্য বরাদ্দ দেবে এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় পুরোপুরি অর্থায়ন করে সেখানে একাডেমিক ভবন নির্মাণ করবে। তিনি বলেন, “এটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও শক্তিশালী করবে।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “বাংলাদেশে কনফুসিয়াস সেন্টার নতুন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কিছুটা ভিন্ন। এখানে ভাষার এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হবে। চাইনিজ শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে পড়বে আর আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে চীনে পড়তে যাবে।”
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার জানান, দীর্ঘ তিন-চার বছর ধরে আলোচনা চলমান থাকার পর এবার চূড়ান্তভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এই সেন্টারের মাধ্যমে আমরা শুধু চাইনিজ ভাষা শিখবো না আমরাও তাদের বাংলা শেখাবো। ২০২৬ সালের অক্টোবরের মধ্যে কেন্দ্রটি চালু করার পরিকল্পনা রয়েছে।”
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া ভবনের ৩–৪টি কক্ষ নিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে নতুন একাডেমিক ভবন নির্মিত হলে পূর্ণাঙ্গ কনফুসিয়াস সেন্টার সেখানে স্থানান্তর করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।