চবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

চবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এ মেলায় তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ড, পণ্য ও সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ পান।

বুধবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “চাকরির বাজার এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক। তরুণরা যদি উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকে পড়ে, তবে তারা নিজেরাই নতুন সুযোগ তৈরি করতে পারে—যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দুই দিনব্যাপী আয়োজিত মেলায় ছিল ৩০টিরও বেশি স্টল, যেখানে উদ্যোক্তারা খাদ্যপণ্য, পোশাক, ক্রিয়েটিভ হ্যান্ডক্রাফটসহ নানান উদ্ভাবনী ও স্বকীয় ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন। স্টলগুলোতে ছিল শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড়।

এ ছাড়া মেলায় উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা এবং হাল্ট প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম শরীফ ও ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো. আবিদ শাহারিয়া।

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানায়, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সৃজনশীলতার এমন সজীব সমাবেশ নিঃসন্দেহে ক্যাম্পাসে উদ্যোক্তা চর্চাকে আরও গতিশীল করবে। নতুন ধারণা, উদ্যোগ ও সম্ভাবনার এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ