ইবিতে আবৃত্তি ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন “আবৃত্তি আবৃত্তি”-এর উদ্যোগে দিনব্যাপী আবৃত্তির কলাকৌশল ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল ইসলাম লিপু।
এসময় প্রধান আলোচক খান মাজহারুল ইসলাম লিপু বলেন, আবৃত্তি একটা আলাদা শিল্প। আবৃত্তির মূল কাজ হচ্ছে যে কোন একটা কাজকে অন্যের কাছে নান্দনিকভাবে তুলে ধরা। আবৃত্তি বলতে শুধু কবিতা নয়। নাটক, প্রবন্ধ, পত্র সাহিত্য ইত্যাদি আবৃত্তি অন্তর্ভুক্ত। আবৃত্তি করার জন্য সর্বপ্রথম নির্বাচন, বারবার পড়া, সারমর্ম বুঝা, প্রতিটা লাইনের মর্মোদ্ধার করা, প্রতিটা শব্দের মর্মোদ্ধার, প্রতিটা অক্ষরের সঠিক উচ্চারণ নিশ্চিত করতে হবে। কবিতার বোধ অনুযায়ী উপস্থাপন করে দেখতে হবে কোনটি অন্যদের জন্য সহজতর হয়। নিজের মনের মাধুরি মিশিয়ে নিজের মতো তুলে ধরতে হবে। পরের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে।
সংগঠনটির সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন, আবৃত্তি শুধু শব্দ উচ্চারণের শিল্প নয়,এটি অনুভূতি, অভিব্যক্তি এবং মানবিক সত্তার এক গভীরতম প্রকাশ। একটি কবিতা যখন কাগজ থেকে কণ্ঠে উঠে আসে, তখন তা আর কেবল কবির হয় না,তা হয়ে ওঠে আমাদের সবার, আমাদের হৃদয়ের।আবৃত্তি আমাদের শোনায় শব্দের সুর, ভাষার সৌন্দর্য আর অনুভবের উষ্ণতা।
তিনি আরও বলেন, তাই আজকের কর্মশালায় আমরা শেখার চেষ্টা করেছি কীভাবে কবিতকে আত্মস্থ করতে হয়,কীভাবে শব্দকে প্রাণ দিতে হয়,
এবং কীভাবে নিজের অভিজ্ঞতা, আবেগ ও কণ্ঠস্বরের ভিন্নতা দিয়ে একটি লেখাকে নতুন করে জন্ম দেওয়া যায়। আবৃত্তি মানুষকে সংযুক্ত করে, সংবেদনশীল করে মানুষের কাছে মানুষের গল্প পৌঁছে দেয়। আমি বিশ্বাস করি, আজকের এই আয়োজন আমাদের প্রত্যেককে নিজের ভেতরের শিল্পীকে খুঁজে পেতে আরও একধাপ এগিয়ে দেবে।
প্রসঙ্গত, সংগঠনটি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য ও আবৃত্তি চর্চার প্রচলন এবং সাংস্কৃতিক মান বৃদ্ধি করতে কাজ করে। একটি সাহিত্য ও আবৃত্তি কেন্দ্রিক ছাত্রসংগঠন, যা ছাত্রছাত্রীদের কবিতা ও গল্পের আবৃত্তি চর্চা এবং বক্তৃতা দক্ষতা উন্নয়নে কাজ করে। এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাহিত্যচর্চার প্রসার ঘটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।