চবিতে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ.এফ. রহমান হলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। হলে ভিপি শাহারিয়ার আহমেদ সোহাগ ও জি.এস তামিম চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় “শহীদ ওয়াসিম আকরাম একাদশ” ও “শহীদ মুগ্ধ একাদশ”। নির্ধারিত সময়ের খেলায় শহীদ ওয়াসিম আকরাম একাদশ ৩–০ গোলে শহীদ মুগ্ধ একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও খেলাধুলার চর্চা আরও বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে হলে অবস্থানরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।