মব সৃষ্টি করে সহকারী রেজিস্ট্রার মনসুর শিকদারকে জোর পূর্বক থানায় সোপর্দ
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তদন্তাধীন জোড়া খুন মামলার চার্জশিটভুক্ত আসামি ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মনসুর শিকদারকে মব সৃষ্টি করে জোরপূর্বক সিএনজিতে তুলে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা চারটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া দুই শিক্ষার্থী হত্যা মামলায় মনসুর শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আসলেও ক্যাম্পাসে তার অবাধ চলাফেরার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এদিন বিকাল আড়াইটা থেকে তিনটার মধ্যে একদল শিক্ষার্থী তাকে ক্যাম্পাসে ঘিরে ধরে এবং পরে সিএনজিতে তুলে জোরপূর্বক হাটহাজারী থানায় নিয়ে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনী পাঠাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে হাটহাজারী থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, চারজন শিক্ষার্থী মনসুর শিকদারকে থানায় নিয়ে গেছেন।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, বিষয়টি তিনি পরে জানতে পারেন। ভুক্তভোগীর পরিবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “২০১৫ সালের চবি দুই ছাত্র হত্যা মামলায় মনসুর শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। আজ বেলা চারটার দিকে একটি দল তাকে থানায় নিয়ে আসে। আমরা তাকে হেফাজতে নিয়েছি এবং আগামীকাল আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, মনসুর শিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন এবং স্থানীয় রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।