জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদ হোসাইন। একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দীন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন ইফসা'র কেন্দ্রীয় সভাপতি জিহাদ দিদার।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫১ তম ব্যাচের মো. আনিরুল ইসলাম, মো. শাকিল সরদার ও মো. রাকিব হাসান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ৫১ তম ব্যাচের মো. অজয় পাল, তনয়, এবং ৫২ তম ব্যাচের মো. বোরহান উদ্দিন ।
কমিটির অন্যান্য সদস্যরা বলেন, সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক, সুমন, আমেনা খাতুন, ও উম্মে হাবিবা মিথিলা, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস খুশবু, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সীমান্ত, আইসিটি সম্পাদক আল-ইমরান, প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম আপন, সহ-প্রচার সম্পাদক টিটু চন্দ্র মিস্ত্রি ও নাবিল, পরিবেশ ও ত্রাণ সম্পাদক ইমরান হোসেন, পরিকল্পনা সম্পাদক মেহেদী হাসান, এবং সমাজসেবা সম্পাদক সাজিদ হাবিব মজুমদার।
এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার এবং ক্ষুদ্র কিছু প্রচেষ্টার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইফসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।