নির্বাচন স্বচ্ছ করতে নির্বাচনী সংলাপে ৮০টি দেশি পর্যবেক্ষক সংস্থা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার, ২৫ নভেম্বর, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক রোববার এ তথ্য নিশ্চিত করেন।
ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দ্বিতীয় পর্বে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাকি ৪০টি সংস্থার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ, পর্যবেক্ষকদের করণীয়, মাঠপর্যায়ের কার্যক্রম এবং নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রস্তুতি, এসব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। যাচাই-বাছাই শেষে এ ১৬টির মধ্য থেকে ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ফলে আগের ৬৬টি সংস্থার সঙ্গে নতুন ১৪টি যুক্ত হয়ে মোট ৮০টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশন সূত্র জানায়, শুনানি শেষে আরও একটি সংস্থা সংলাপের তালিকায় যুক্ত হতে পারে।
ইসি মনে করছে, পর্যবেক্ষকদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করা সম্ভব হবে। সংলাপের মাধ্যমে পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং তাদের প্রস্তুতি যাচাই করার সুযোগও পাবে কমিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ধারাবাহিক সংলাপকে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।