৪৯ হাজার কোটি টাকা কমলো এডিপির ব্যয়

৪৯ হাজার কোটি টাকা কমলো এডিপির ব্যয়
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ব্যয় কমিয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এতে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। পূর্বে এডিপির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

সোমবার (৩ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভার শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই তথ্য জানান।

৮৯ প্রকল্পে এক টাকা খরচ হয়নি, ১২১ প্রকল্পে কোনো কাজ শুরু হয়নি।জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট ৮৯টি প্রকল্পে এক টাকাও খরচ করা হয়নি। অন্যদিকে এক শতাংশও কাজ হয়নি মোট ১২১টি প্রকল্পে। এছাড়া স্বাস্থ্য খাতের বরাদ্দ কমেছে ৫০ শতাংশ। বিদেশি ঋণের বরাদ্দও কমেছে বিপুল ৮১ হাজার কোটি টাকা।

এডিপির ব্যয় কমানোর পিছনে প্রধানত অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা, কার্যক্রম হ্রাস এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংশোধনের মাধ্যমে সরকার অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে চাইছে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, “এডিপির ব্যয় কমানোর লক্ষ্য হলো সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সংযম এবং সুষ্ঠু সম্পদ বণ্টন নিশ্চিত করা।”

এই সংশোধিত পরিকল্পনার মাধ্যমে সরকার আশা করছে যে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে এবং জনগণের জন্য সেবা প্রদানের মান উন্নয়ন করতে পারবে।


সম্পর্কিত নিউজ