ফের রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

ফের রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ২ ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এসময় "এক দিন তিন চার পিএসসি সৈরাচার", "সবাই পায় ৬ মাস, আমরা কেনো ২ মাস?", "সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই", "আমার ভাই অনশনে পিসএসসি কি করে?", "আমার ভাই অনশনে, মাহফুজ কি করে?", "অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন", "অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন", "সৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন", আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই"
এমনসব স্লোগান দেন। 

আন্দোলনকারী এক শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছি। গতকাল পিএসসির সিদ্ধান্ত জানানোর কথা। তবে আমরা কোনো সিদ্ধান্ত জানতে পারেনি। আমরা পিএসএসিকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা একটি যোক্তিক সময় চাচ্ছি, যাতে আমরা যথাযথ প্রিপারেশন নিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো পজিটিভ সিদ্ধান্ত না পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন করে যাবো। 

আনদোলনরত আরেক শিক্ষার্থী বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি দিতেও চাই না, আমরা এর আগে পিএসসি’র সাথে আলোচনা করতে গিয়েছিলাম, পিএসসির চেয়ারম্যান আমাদের সাথে দেখা করেননি, তারা যদি আমাদের সাথে দেখা না করে তাহলে কাদের সাথে করবে? দ্বিতীয়ত, গতকাল যখন আমরা আন্দোলন করছিলাম তখন রেলওয়ের একজন উর্ধ্বতন কর্মকতা এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে রাত ৯ টার মধ্য আমাদের জন্য পজিটিভ সিদ্ধান্ত  আসবে, যদি না আসে তাহলে আমরা যেনো আবারও রেল অবরোধ করি,  ওনার কথার ভিত্তিতে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা গতকাল আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু আমরা সকাল পর্যন্ত কোনো পজিটিভ আশ্বাস পাইনি, তাই আমরা বাধ্য হয়ে আবারও রেল অবরোধ করি। 

উল্লেখ্য, গতকাল দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৭ ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে প্রায় ৭ ঘন্টা রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ