সয়াবিন তেলের অনুপস্থিতিতে সানফ্লাওয়ার অয়েলের দামে ছড়াছড়ি
বাজারে চাহিদা মেটাতে উচ্চমূল্যের তেল প্রাধান্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর খুচরা বাজারে এখনও পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কালেভদ্রে কিছু দোকানে ৫০০ মিলিলিটার, ১ লিটার বা ২ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া গেলেও ৫ লিটারের বোতল মোটেই দৃশ্যমান নয়। এই সংকটের ফাঁকে বাজারজুড়ে দেশি-বিদেশি কোম্পানির চড়া দামের সানফ্লাওয়ার অয়েলের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। দোকানগুলোতে ছোট-বড় বোতলে প্রচুর পরিমাণে সানফ্লাওয়ার অয়েল সাজানো আছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি, মানিকদী এবং মাটিকাটা এলাকার বাজার ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। দেখা গেছে, প্রায় সব দোকানেই ৫ লিটারের সয়াবিন তেলের বোতল নেই। কিছু কিছু দোকানে ১ বা ২ লিটারের সয়াবিন তেলের বোতল রাখা আছে, তবে সেগুলোর সংখ্যা খুবই কম। ক্রেতাদের অনেকেই দোকানদারকে সয়াবিন তেলের খোঁজ করেছেন, কিন্তু তারা সানফ্লাওয়ার অয়েলের দিকে ইঙ্গিত করে বিকল্প হিসেবে এটি দেখিয়েছেন।
বাজারে বিভিন্ন দেশি ও আমদানিকৃত ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল পাওয়া যাচ্ছে। টিকে গ্রুপের ‘ভিটালাইফ’ নামের ফর্টিফাইড এডিবল সানফ্লাওয়ার অয়েলের ৫ লিটারের বোতলের দাম ১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে কিংস সানফ্লাওয়ার ব্র্যান্ডের ৫ লিটারের বোতলের দাম ২ হাজার ১০০ টাকা। কারনেল ব্র্যান্ডের ৫ লিটার ও ১ লিটারের বোতলের দাম যথাক্রমে ২ হাজার ৩০০ টাকা এবং ৪২০ টাকা। বোর্জেস ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েলের ৫ লিটার ও ২ লিটারের বোতলের দাম যথাক্রমে ২ হাজার ৪৫০ টাকা এবং ৯৯৫ টাকা। এছাড়াও ওলিটালিয়া, সানবিম, ফরচুন ও ট্রুকো ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েলের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই পরিস্থিতিতে ক্রেতারা অসহায়। সয়াবিন তেলের অভাবে তাদের বাধ্য হয়ে উচ্চমূল্যের সানফ্লাওয়ার অয়েল কিনতে হচ্ছে। বাজারের দোকানদাররা জানিয়েছেন, সয়াবিন তেলের সরবরাহ না থাকায় তাদের পণ্যের সারিতে সানফ্লাওয়ার অয়েলের উপস্থিতি বাড়িয়েছেন। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে বাজারে অনিশ্চয়তার মেঘ ঝুঁকে আছে।