বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন নিয়ে জাতীয় সেমিনার

বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন নিয়ে জাতীয় সেমিনার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা নিরসনে ইসলামী বিধানের সঠিক চর্চার গুরুত্ব তুলে ধরতে এবং বর্তমান মুসলিম পারিবারিক আইনের কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের অপরিহার্যতা নিয়ে ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘বাংলাদেশ মসজিদ মিশন’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আ. ছালাম খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

এছাড়া সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে শীর্ষ ইসলামিক স্কলারবৃন্দ মুসলিম পারিবারিক আইনের বিশ্লেষণ, চ্যালেঞ্জ, ও বাংলাদেশের প্রচলিত আইনের সাথে তুলনামূলক আলোচনা করেন।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মুসলিম পারিবারিক আইনের কোন কোন বিষয়গুলো সরাসরি কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং শরিয়াহ আইন ও আধুনিক আইন নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ