বাউল আবুলের মুক্তি নয়, কঠোর শাস্তি দাবি রাশেদ খানের

বাউল আবুলের মুক্তি নয়, কঠোর শাস্তি দাবি রাশেদ খানের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আবুল সরকারের বক্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই প্রদান করা হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। তিনি বলেন, শিল্পীরা স্বাধীনভাবে তাদের শিল্পচর্চা করতে পারবেন, তবে ধর্মীয় বিষয়ে কটূক্তি করার কোনো অধিকার কারোর নেই। ইসলামের পাশাপাশি হিন্দু ধর্ম বা অন্য যে কোনো ধর্ম নিয়েও কটূক্তি করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন রাশেদ খান।

তার দাবি, বাউল আবুল সরকারের বক্তব্যে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের বক্তব্য দিতে সাহস না পায়। সমাজে শান্তি বজায় রাখতে ধর্ম নিয়ে বিতর্ক ও বিভাজন রোধ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসল্লিদের পক্ষ থেকে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশের নজরে এলে ডিবি পুলিশ বিশেষ অভিযানে তাকে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।

এ ঘটনায় ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে ঘিওর থানায় মামলা দায়ের করেন। একইদিন আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করে কঠোর শাস্তির দাবি তোলে। ঘিওর থানার ওসি মো. কহিনুর ইসলাম জানান, আবুল সরকার গান পরিবেশনের সময় ধর্ম সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, এ অভিযোগে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ