সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুর সোয়া১২টা থেকে ২টা পর্যন্ত তারা ঢাকা-আরিচা মহাসড়কে ডেইরিগেট এলাকায় অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টা ৫ মিনিটে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর ২০ মিনিট পর আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। । তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,তাড়াহুড়া করে পিএসসি আমাদের পরীক্ষা নিচ্ছে। এর প্রতিবাদে আমরা এক মাস ধরে পিএসসিতে স্মারকলিপি প্রেরণ, পিএসসির সামনে অবস্থান কর্মসূচি, শাহবাগ ব্লকের সঙ্গে সমন্বয় করে সারা দেশে আমাদের আন্দোলন চলমান রেখেছি।
 
এর আগে, গতকাল সোমবার (২৪ নভেম্বর ) একই দাবিতে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ