তিনশতাধিক নতুন সদস্য নিয়ে ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ সম্পন্ন

তিনশতাধিক নতুন সদস্য নিয়ে ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ সম্পন্ন
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে আয়োজিত হলো ‘নবীনবরণ–২০২৫’। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীনদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কেন্দ্র করে তিনশতাধিক নতুন সদস্যকে ক্লাবের অন্তর্ভুক্ত করা হয়।

এসময় নবীনদের নিয়ে ব্রেইন গেমের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও পূর্বে অনুষ্ঠিত নিউরন চ্যালেঞ্জেরও পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুর ইসলাম, ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনজামুল হক সজল, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। এসময় প্রায় তিনশতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। 

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাকিব বলেন, আজকের এই নবীনবরণ শুধু একটি ইভেন্ট নয়—এটি আমাদের বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়। এখানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ—নতুন ভাবনা, নতুন কৌতূহল, নতুন আবিষ্কারের সাহস নিয়ে। তোমাদের একটাই পরিচয়—তোমরা সবাই জ্ঞান–তৃষ্ণার পথযাত্রী। সায়েন্স ক্লাব সেই পথকে আরও সুসংগঠিত, প্রেরণাদায়ী এবং গবেষণামুখী করে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়; এটি প্রশ্ন করার অভ্যাস, বুঝতে চাওয়ার সাহস, আর বিশ্বকে দেখার অন্যরকম দৃষ্টিভঙ্গি।

ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এবারের ফ্রেশারস রিসেপশন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রেকর্ডসংখ্যক—৩১০ জনের বেশি শিক্ষার্থী নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, যা আমাদের কার্যক্রমের প্রতি শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। নবীন সদস্যদের অংশগ্রহণ ক্লাবকে আরও গতিশীল ও উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। আমরা শিক্ষার্থীদের একাডেমিক ও সৃজনশীল দক্ষতা বিকাশে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবন ও গবেষণামুখী মনোভাব বিকাশে কাজ করে যাচ্ছে। বহুমাত্রিক উদ্যোগের মাধ্যমে বিজ্ঞানকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্যে ক্লাবটি কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন হিসেবে সায়েন্স ক্লাব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, কৌতূহলী ও সৃজনশীল হতে উৎসাহিত করে যাচ্ছে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ