হটাৎ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বারইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, ‘কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে, এদের দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।