‘ছাত্র-জনতা-সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত লুটপাটে জড়িয়ে পড়েছে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘ছাত্র-জনতা’ অথবা ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে।
আজ বুধবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ইশরাক আরও লেখেন, কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী।