জকসু পেছাতে ষড়যন্ত্র হচ্ছে, দাবি শিবির ছাত্রশক্তি নেতার

জকসু পেছাতে ষড়যন্ত্র হচ্ছে, দাবি শিবির ছাত্রশক্তি নেতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন পেছাতে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রিয়াজুল ইসলাম ও ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফয়সাল মুরাদ।

আজ বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাক্তিগত প্রোফাইলে পৃথক দুটি পোস্টে তারা এ দাবি করেন।

ফয়সাল মুরাদ লিখেন, জকসু নির্বাচন পেছানোর জন্য যে বা যারা ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবেন না।  অনেক কাঠখড় পুড়িয়ে দিনের পর দিন আন্দোলন করে জকসুর নীতিমালা পাশ করানো হয়েছে। 

তিনি আরো লিখেন, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদার প্রশ্ন। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন যথাসময়ে হতে হবে,  শিক্ষার্থীরা যাকে ইচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করবে।

রিয়াজুল ইসলাম লিখেন, নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটা পক্ষ। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দেখানো পথে হাঁটছে।বছরের পর বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে প্রতারণা করা হয়েছে।এখন ছাত্রসংসদের মাধ্যমে যখন সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের অধিকার বুঝে নিচ্ছে ঠিক তখনই একটা পক্ষ তাদের নিজেদের স্বার্থের জন্য নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে।

তিনি আরো লিখেন, এর আগেও এই নির্বাচন কমিশন একটা পক্ষকে খুশি করতে ২৬ দিন পিছিয়েছে নির্বাচন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব অপচেষ্টা রুখে দিবে, ইনশাল্লাহ।

প্রসঙ্গত,আজ ২৬ নভেম্বর নির্বাচনী কাজের অংশ হিসেবে প্রার্থীদের ডোপটেস্ট করার কথা থাকলেও ভূমিকম্প পরবর্তী অদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ