‘জাতির কল্যাণেবেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন:' ইবি উপাচার্য

‘জাতির কল্যাণেবেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন:' ইবি উপাচার্য
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, জাতির কল্যাণের জন্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আমরা চাইবো উনি যতদিন বেঁচে থাকেন, উনি যেন এই জাতির জন্যে কাজ করে যেতে পারেন।

বুধবার ( ২৬ নভেম্বর) যোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান এ দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শাখা ছাত্রদল এবং শাখা ছাত্রশিবির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উপাচার্য বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, যে নির্যাতনের মধ্য দিয়ে উনি গত ১৬ বছর অতিবাহিত করেছেন সেজন্য ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী উনি।

তিনি আরও বলেন,  বাংলাদেশের গণতন্ত্রের এবং সকল মানুষের জন্যে মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ্‌ উনাকে বাঁচিয়ে রেখেছেন। উনি আবার সুস্থতা ফিরে পাক এবং এই জাতির জন্যে আরও কিছু কাজ করে যাক। কারণ অনেক কিছু বাকি আছে এই জাতির জন্যে করার। সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় নেতা হিসেবে স্বীকার করে। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে এমন কোনো দল নেই যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসেবে তার আদর্শকে, বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে স্বীকার করে না। বেগম জিয়া ও একই ধরনের নেত্রী। জাতির কল্যাণের জন্যে উনার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আমরা চাইবো উনি যতদিন বেঁচে থাকেন, উনি যেন এই জাতির জন্যে কাজ করে যেতে পারেন।

এসময় তিনি শুধু আনুষ্ঠানিক ভাবে না বরং ব্যক্তিগতভাবে আমি সবাইকে বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়া প্রার্থনা করার অনুরোধ অনুরোধ করেন।

এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানান, তাঁর বুকে সংক্রমণ রয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত। কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ