জাবিতে প্রস্তাবিত চারুকলা অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাবিতে প্রস্তাবিত চারুকলা অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (প্রস্তাবিত) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

২৬ নভেম্বর (বুধবার) বেলা আড়াইটায় উপাচার্য এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপাচার্য ভবন নির্মাণের সাথে ইউজিসিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উপাচার্য এই ভবন নির্মাণ কাজ নির্ধারিত  সময়ে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সমস্যা সমাধানের পাশাপাশি তারা তাদের পাঠ্যক্রম অনুযায়ী যথোপযুক্ত জায়গায় ক্লাস করার সুযোগ পাবেন। উপাচার্য প্রস্তাবিত অনুষদ ভবন নির্মাণ কার্যক্রম স্বচ্ছতার সাথে এবং মানসম্পন্নভাবে শেষ করার পরামর্শ দেন। 

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক,  চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা, চারুকলা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক অধ্যাপক  ড. এম. এম ময়েজউদ্দীন ও বিভাগীয়  শিক্ষক, জাকসু সভাপতি আব্দুর রশিদ জিতু, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

চারুকলা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. এম. এম ময়েজউদ্দীন জানান, ৬ তলা ভিতে ৬ তলা এ প্রস্তাবিত অনুষদ ভবনটি নির্মাণ করা হচ্ছে। যেখানে ৬টি বিভাগের প্রায় ১ হাজার শিক্ষার্থী ক্লাস করতে সুযোগ পাবে। অনুষদ ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৯৬ লাখ ২৯ হাজার। এছাড়া এই ভবনের নির্মাণ কাজ ২০২৮ সালের জুন মাসে শেষ হবে বলে জানান তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ