জাবিতে ধ্বনির আয়োজনে কালো দিবস স্বরণ ও আলোচনা সভা আজ
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য বিরোধী আন্দোলনের সময় সাংস্কৃতিক সংগঠন ধ্বনি-র নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের কক্ষে অগ্নিসংযোগের ঘটনাকে স্মরণ করে ধ্বনির উদ্যোগে কালো দিবস স্বরণ, আবৃত্তি ও আলোচনা সভা আজ
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) বিকেল ৫টা থেকে এ অনুষ্ঠানটি শুরু হবে ।
অনুষ্ঠানের শুরুতে থাকবে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল, যেখানে অংশগ্রহণকারীরা ২০১০ সালের সেই বিভীষিকাময় ঘটনার স্মরণে নীরব শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা ঘটনাটির প্রেক্ষাপট, উপাচার্যবিরোধী আন্দোলনের ভূমিকা এবং সাংস্কৃতিক চর্চার ওপর হামলার তাৎপর্য নিয়ে মতবিনিময় করবেন। সবশেষে পরিবেশিত হবে ধ্বনির বিশেষ আবৃত্তি প্রযোজনা “হৈ হৈ রব ঐ ভৈরব হাঁকে”, যা আবৃত্তিশিল্পের মাধ্যমে প্রতিরোধ, সত্য ও সাংস্কৃতিক জাগরণের বার্তা তুলে ধরবে।
জানা যায়,২০১০ সালের ২৭ নভেম্বর তৎকালীন উপাচার্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ধ্বনির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। টার্গেট করা হয় ধ্বনি কক্ষ,যেখানে অগ্নিসংযোগে পুড়ে যায় অসংখ্য বই, মূল্যবান পান্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ। ঘটনা বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দিনটি ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।