জামায়াতের দুই কর্মী হত্যায় কথিত সুশীল সমাজ নীরব

জামায়াতের দুই কর্মী হত্যায় কথিত সুশীল সমাজ নীরব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে আজ বুধবার (৫ মার্চ) স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, যারা মারা গেছেন, তারা শুধু জামায়াত কর্মী নয়, তারা মানুষ। তাদের হত্যা কোনোভাবেই জায়েজ হতে পারে না, তা তারা যদি কোনো অপরাধেও সম্পৃক্ত থাকেন।

তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রের আইন-প্রশাসন কী করছে? এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

জামায়াতের দুই কর্মী হত্যায় কথিত সুশীল সমাজ নীরব: শিবির সভাপতি
হত্যার শিকার দুই জামায়াত কর্মী
ছাত্রশিবিরের সভাপতি আরও বলেছেন, যারা আগামী দিনে ক্ষমতায় যাবেন, তারা বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কোনো কথা বলছেন না। এই দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে পরিচালনা করছে, তা সহজেই অনুমেয়।

জাহিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে  বলেন, চলতি সময়ে কথিত সুশীল সমাজও নীরব, কারণ যারা নিহত হয়েছেন, তারা হয়তো শাহবাগি ছিলেন না। অথচ এমন ঘটনাগুলোই আমাদের সমাজে ঘটছে। আমাদের সমাজে রাজনীতিবিদের সংখ্যা মানুষের চেয়ে বেশি। আমাদের মানুষ হয়ে ওঠা এখন খুবই জরুরি।


সম্পর্কিত নিউজ