হাতিরঝিলে ১০২৪ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর হাতিরঝিল থেকে ১০২৪ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম হলো-মোসা. হালিমা বেগম (৬০) ও মোসা. ইয়াসমিন (২৫)।
মঙ্গলবার (০৪ মার্চ ) রাত দশ ঘটিকায় হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর হতে হালিমা ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেহ তল্লাশি করে বিশেষ ব্যবস্থায় রক্ষিত অবস্থায় ১০২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত হালিমা ও ইয়াসমিন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।