চবি উপাচার্যের সঙ্গে অ্যাইউডব্লিউ প্রফেসর ড. বেনেট কামারফোর্ডের সৌজন্য সাক্ষাৎ
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তুলনামূলক ধর্মের ইতিহাস বিষয়ে মেলন ফেলো প্রফেসর ড. বেনেট কামারফোর্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় উপাচার্য দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় ও প্রাকৃতিক নান্দনিকতায় ভরপুর ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেন। এসময় প্রফেসর কামারফোর্ড ক্যাম্পাসের ওশান স্যাটেলাইট, সেন্ট্রাল লাইব্রেরি, বিভিন্ন আবাসিক হল, কেন্দ্রীয় খেলার মাঠ এবং চবি জাদুঘর পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ক্যাম্পাসের সৌন্দর্য ও উপাচার্যের আন্তরিকতায় মুগ্ধ হয়ে পুনরায় চবিতে আসার আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার এসময় বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা, আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত গবেষণা কার্যক্রম এবং চবির চলমান একাডেমিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।