২২ ডিসেম্বরেই নির্বাচন চাই 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল'
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানিয়ে ২২ ডিসেম্বরেই ভোট চেয়েছে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌনে চারটায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত এ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, "২২ ডিসেম্বর ঘোষিত নির্বাচনের তারিখ অনুসারে ভোট অনুষ্ঠিত হওয়া উচিত। তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনের আনন্দঘন পরিবেশ ক্ষুণ্ণ করা হতে পারে।"
সংবাদ সম্মেলনে বলা হয়, "আমরা বলেছি আলো ছড়াও, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আঁচড় ফেলতে বা মিথ্যাচার করতে কেউ সক্ষম হবে না। আমরা চাই এমন একটি সহমর্মী পরিবেশ, যেখানে সকল বর্ণ, ধর্ম ও গোত্রের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে এবং মুক্তবুদ্ধির চর্চা করতে পারে।"
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, "প্রোপাগান্ডা যেন রাজনীতির মূল উপাদান না হয়। প্রত্যেক প্যানেল শিক্ষার্থীদের কাছে তাদের নিজস্ব শিক্ষার্থীবান্ধব ম্যান্ডেট নিয়ে যাক। শিক্ষার্থীরা তাদের পছন্দমতো প্রার্থী বেছে নিক। এতে করে যারা সর্বাধিক সমর্থন পাবে, তারাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে।"
প্যানেলের পক্ষ থেকে স্পষ্ট বার্তায় রাকিব বলেন, "প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে ২২ ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের বিপক্ষে গণতান্ত্রিক অধিকার আদায়ে অবস্থান নিতে বাধ্য হব।"
আচরণবিধি লঙ্ঘন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একেএম রাকিব বলেন, "একটি দুর্যোগের কারণে ক্যাম্পাস বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা ও নির্বিঘ্নে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করেই আমরা খাবারের ব্যবস্থা করেছি।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমরা নূরনবীর কনসার্টে অনুদান দিয়েছি।"
এসময় 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের এ সংবাদ সম্মেলনে প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।