তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কতা
তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী দুই দিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমলেও শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। বৃহস্পতিবার (০৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (০৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

তবে শনিবার (০৮ মার্চ) থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল ৯টা থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তর দেশবাসীকে এ সময় আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


সম্পর্কিত নিউজ