ইমরান খানকে নিয়ে অনিশ্চয়তা, সাক্ষাৎ না পাওয়ায় পিটিআইয়ের উদ্বেগ বাড়ছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোথায় এবং কেমন আছেন—এ নিয়ে দল পিটিআইয়ের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অভিযোগ, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার বা আইনজীবীদের কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি জানান, ৪ নভেম্বরের পর থেকে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাৎ হয়নি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়েও ইমরান চিকিৎসা বা নিয়মিত সাক্ষাৎ–অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে দলটি অত্যন্ত উদ্বিগ্ন।
ইমরানের স্বজন ও দলের নেতা-কর্মীরা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে কয়েক দিন ধরে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ করছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, ৭৩ বছর বয়সী ইমরান খানকে উচ্চ নিরাপত্তার আরেকটি কারাগারে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে, যা তার সঙ্গে যোগাযোগ আরও কঠিন করে তুলতে পারে।
এদিকে সামাজিক মাধ্যমে #WHEREISIMRANKHAN হ্যাশট্যাগ ট্রেন্ডে রয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
এক কারা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন এবং তাকে নতুন স্থাপনায় নেওয়ার বিষয়ে তারা কিছু জানেন না। তবে দলের অভিযোগ, ইমরানকে একাধিকবার অযৌক্তিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান ২০২২ সালে পদচ্যুত হন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়, যদিও তিনি এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।