হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। গত বুধবার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর থেকে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। দমকল বাহিনী শুক্রবার সকাল থেকে বহুতল ভবনগুলোর শেষ ফ্ল্যাট পর্যন্ত তল্লাশি চালিয়ে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি আবাসিক ভবনের সমন্বয়ে গঠিত ওই কমপ্লেক্সে আগুন লাগার ৩৬ ঘণ্টার বেশি সময় পর চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কমপ্লেক্সটিতে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর এবং ২৮ জন আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার ভোর থেকে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তবে নিখোঁজদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দা সুয়েন জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং দমকল বাহিনী পানি ছিটিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করলেও তা ধীরগতির মনে হয়েছিল।
শুক্রবার ঘটনাস্থলে এএফপি’র একজন প্রতিবেদক জানান, ওয়াং ফুক কোর্ট এলাকায় আগুনের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমলেও ভবনের ভেতর থেকে এখনো মাঝে মাঝে স্ফুলিঙ্গ ও ধোঁয়া বের হচ্ছে। অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বৃহৎ সংস্কারকাজের অংশ হিসেবে ভবনগুলোর চারপাশে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালের ভূমিকা নিয়ে তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
এ ছাড়া হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা জানায়, কমপ্লেক্সটির সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগে তারা আলাদা তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে পুলিশ আগুনের স্থানে অবহেলাজনিতভাবে ফোম প্যাকেজিং ফেলে দেওয়ার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।