সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু 'শূন্য'; হাসপাতালে নতুন ভর্তি ৪১০

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু 'শূন্য'; হাসপাতালে নতুন ভর্তি ৪১০
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন রোগী। একই সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যু নিবন্ধিত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। বিভাগভিত্তিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগ আবারও দিনের সর্বোচ্চ নতুন রোগী ভর্তি হওয়ার শীর্ষে রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৪৩৩ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৯০ হাজার ৬৫২ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে বেশিরভাগ রোগী বর্ষা মৌসুমে আক্রান্ত হলেও শীতের শুরুতেও রোগী শনাক্ত হওয়ার প্রবণতা কমেনি। স্বাস্থ্য–বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতির কারণে এডিস মশার প্রজনন এখনও পুরোপুরি কমেনি, ফলে রোগীর সংখ্যা ওঠানামা করছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে দেশে মৃত্যুবরণ করেছেন মোট ৩৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে সব বিভাগেই নজরদারি কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। নাগরিক পর্যায়ে সচেতনতা, পরিচ্ছন্নতা ও জ্বর-উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ