ইবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াদ-রেদওয়ান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মোবাশ্বের রহমান আবু রিয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদওয়ান উল্লাহ মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি মো: মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক মো: হাসিব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান।
নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই তিন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান বলেন, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্বপ্ন পূরণের সারথি হতে চাই।”
সাধারণ সম্পাদক রেদওয়ান উল্লাহ বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন সমস্যা সমাধান, রক্তদান, ক্যারিয়ার গাইডলাইনসহ নানা কল্যাণমূলক কাজ করে আসছে। এই ধারা যেন আরও সুসংগঠিত ও কার্যকর হয়, সেই লক্ষ্যে আমি এবং আমাদের পূর্ণাঙ্গ কমিটি একসাথে কাজ করে যাব। আমাদের লক্ষ্য হবে একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ, কর্মঠ এবং উদ্ভাবনী সংগঠন গড়ে তোলা, যেখানে প্রত্যেক রংপুরের শিক্ষার্থী নিজেদের নিরাপদ এবং গর্বিত মনে করবে।”
নবনির্বাচিত সভাপতি মো: মোবাশ্বের রহমান আবু রিয়াদ বলেন, “রংপুরের শিক্ষার্থীরা সবসময় একতাবদ্ধ ছিল। আমাদের লক্ষ্য হবে এই ঐক্য আরও সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।