ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু ২৯ ডিসেম্বর

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু ২৯ ডিসেম্বর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা যোগ দেবেন।

পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এ সভাটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই সম্মেলনের কৌশলগত সহযোগী।

আজ শুক্রবার সভাটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহন করছেন।

তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো- বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায় তা নিয়ে কাজ করা। গণতন্ত্র সম্পর্কে আমাদের যে ভাবনা ও গবেষণা রয়েছে, তা এই সম্মেলনে উপস্থাপন করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ