জাবি অধ্যাপক আদিল কমনওয়েলথ প্ল্যানার্সের বোর্ডের ট্রাস্টিজ নির্বাচিত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্সের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ২৭নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান আগামী দুই বছর (২০২৬-২৭ সালের) মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ড. আদিল মুহাম্মদ খানের এই আন্তর্জাতিক স্বীকৃতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর এই নতুন দায়িত্ব ভবিষ্যতে বাংলাদেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনার চর্চা, আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি অভিনন্দন বার্তায়, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।