‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসন চিরতরে বন্ধের ঘোষণা ট্রাম্পের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ‘পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানোর’ লক্ষ্যে ‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ এক বার্তায় তিনি এই পরিকল্পনার কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে। প্রস্তাবিত নীতিমালায়, ট্রাম্প প্রশাসন ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করার উদ্যোগ নেবে। যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে।
ট্রাম্প আরো জানান যে ‘যে কোনো বিদেশিকে’ বহিষ্কার করা হবে, যদি তারা:
১. রাষ্ট্রের জন্য বোঝা হয়
২. নিরাপত্তার ঝুঁকি তৈরি করে
৩. পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়
উল্লেখ্য ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ আগেই ওয়াশিংটন ডিশি তে হোয়াইট হাউসের কাছে দুজন ন্যাশনাল গুলিবিদ্ধ হয় এবং একজন গার্ড সদস্যের মৃত্যু হয়।
তদন্তকারীরা সন্দেহ করছেন যে এই হামলায় একজন আফগান নাগরিক জড়িত। এই ঘটনার পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের ঘোষণা দেন।
পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘোষণাটি শুধুমাত্র অভিবাসন নীতিতেই পরিবর্তন আনবে না, বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। কঠোর অভিবাসন আইন এবং নাগরিকত্ব বাতিলের মতো প্রস্তাবগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে গুরুতর প্রশ্ন উত্থাপন করতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।