ডিআরইউ সম্মাননায় ভূষিত সৈয়দ আবদাল আহমেদকে জাবিসাসের শুভেচ্ছা

ডিআরইউ সম্মাননায় ভূষিত সৈয়দ আবদাল আহমেদকে জাবিসাসের শুভেচ্ছা
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা অর্জন করায় সংগঠনটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জাবিসাস সভাপতি মেহেদী মামুন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এক যৌথ অভিনন্দন বার্তায় তাঁকে শুভেচ্ছা জানান।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্তৃক অনুসন্ধানী সাংবাদিকতায় ষাটোর্ধ্ব ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয় তাকে ।

বার্তায় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমেদের মতো অভিজ্ঞ ও প্রাজ্ঞ সাংবাদিকের এ অর্জন দেশের সাংবাদিক সমাজকে পেশাদার দায়িত্ব পালনে নতুন অনুপ্রেরণা যোগাবে। তাঁর দীর্ঘ, বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে এ স্বীকৃতি নতুন মাত্রা সংযোজন করল। সাবেক ক্যাম্পাস সাংবাদিক হিসেবে তাঁর এই অর্জন দেশের বর্তমান ক্যাম্পাস সাংবাদিকদের জন্যও উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখবে।জাবিসাস তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছে।

বর্তমানে সৈয়দ আবদাল আহমেদ দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন । তিনি ১৯৯২–১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪–৮৫ সেশনে জাবিসাসের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক (২০১১–২০১২, ২০১৩–২০১৪) এবং ব্যবস্থাপনা কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করেছেন।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) ডিআরইউ আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাঈনুল আহসান সোহেল, নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক এবং তাঁর সহধর্মিণী বেগম জিনাত মহল চৌধুরী উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ