রুশ হামলায় গত ২৪ ঘণ্টায় ২৩০ ইউক্রেনীয় সেনা সদস্য নিহত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়া-ইউক্রেন সংঘাতে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ। গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ শনিবার রুশ বার্তা সংস্থা তাসকে জানান, তাদের যৌথ বাহিনীর আক্রমণে ইউক্রেনীয় সেনাবাহিনীর ২৩০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। একই সময়ে ধ্বংস করা হয়েছে পাঁচটি সাঁজোয়া যুদ্ধযান, যার মধ্যে তিনটি পশ্চিমা নির্মিত। এছাড়া ১৯টি অটোমোবাইল, চারটি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং গোলাবারুদ ও জ্বালানির চারটি গুদামও লক্ষ্যভেদ করে ধ্বংস করা হয়।
আস্তাফিয়েভ জানান, সেভেরস্কমুখী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর দুটি ইউএভি নিয়ন্ত্রণকেন্দ্র, একটি স্টারলিংক যোগাযোগ টার্মিনাল এবং ছয়টি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে। অপরদিকে ক্রামাতোরস্ক ফ্রন্টের ড্রোন ইউনিটগুলো একটি স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করে; ভূপাতিত করে একটি আর–১৮ অক্টোকপ্টার। এ ছাড়া একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টারলিংক টার্মিনালসহ ছয়টি ড্রোন ও যোগাযোগ অ্যান্টেনাও ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, কনস্তানতিনোভকা দিকের ইউনিটগুলো শত্রুপক্ষের তিনটি স্থল রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী ঘাঁটি এবং ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ডাগআউটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এদিকে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, আন্তর্জাতিক সম্পর্কে রাশিয়া সবসময় শান্তির পক্ষেই অবস্থান নেয়। তবে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য দেশটি প্রস্তুত রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বোচ্চ ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করা উচিত।
তবে সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্যও প্রস্তুতি জরুরি। তার এই মন্তব্য বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গনচারের সাম্প্রতিক সতর্কবার্তার পর আসে, যেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক প্রস্তুতিকে তিনি উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছিলেন। ক্রেমলিনের অভিযোগ, পশ্চিমা জোটগুলোর সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।