প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর ঘোষণা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রত্যন্ত এলাকায় চাকরিরত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। তিনি জানান, হাওর, চর ও পাহাড়ি অঞ্চলের মতো ভৌগোলিকভাবে অপ্রতুল সুবিধাপ্রাপ্ত এলাকার শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হবে। একইসঙ্গে প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ এবং জেলা পরিষদ মিলনায়নে আয়োজিত পৃথক দুইটি মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সভাগুলোর আয়োজন করে। তিনি জানান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। উপদেষ্টা পোদ্দার আগামীকাল রবিবার মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়সভায় অংশ নেবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।