৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৬২ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডেনকেই বিয়ে করেছেন। শনিবার একটি সীমিত পরিসরের অনুষ্ঠানের মাধ্যমে ক্যানবেরার লজে এই বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
গত বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে হেইডেনকে প্রপোজ করেন অ্যালবানিজ। তবে তাদের বিবাহের নির্দিষ্ট তারিখ এবং আয়োজন সংক্রান্ত অন্যান্য তথ্য কঠোরভাবে গোপন রাখা হয়েছিল। বিয়ের পর অ্যালবানিজ এক বিবৃতিতে জানিয়েছেন, “পরিবার, বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠজনদের সামনে একে অপরের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত খুশি।”
জোডি হেইডেন বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অ্যান্থনির সঙ্গে উপস্থিত ছিলেন। বিশেষ করে ২০২২ সালে অ্যান্থনির নির্বাচনী প্রচারণায় হেইডেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওই নির্বাচনে লেবার পার্টি বিপুল ভোটে জয় লাভ করে।
বিয়ের দিনে হেইডেন পরেছিলেন ‘রোম্যান্স ওয়াজ বর্ন’ নামে সিডনির এক প্রখ্যাত ডিজাইনারের তৈরি পোশাক। অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পরেছিলেন এমজে বেলের তৈরি স্যুট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পোষা কুকুর টোটো বিয়ের আংটি বহনকারী হিসেবে অংশ নেন। অতিথিদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ক্যানে করে বিয়ার পরিবেশন।
নবদম্পতি বিয়ের পর সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত হানিমুনে যাবেন এবং এ সময় তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী, যিনি সরকারে থাকা অবস্থায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।