ফিলিস্তিন সংহতি দিবসে ইবি শিক্ষার্থীদের সাইকেল রাইড
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সংগ্রামী জনগণের প্রতি সংহতি জানিয়ে সাইকেল রাইডের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ রাইডে অংশ নেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা’র আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘ফিলিস্তিনকে অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এবং ফিলিস্তিনের জনগণের উপর যে গণহত্যা চালানো হয়েছে সে গণহত্যার শাস্তি যাতে আন্তর্জাতিকভাবে হয়, সে বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতি জোর দাবি জানান।’
এসময় সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আমরা ইবির বিবেকবান শিক্ষার্থীরা সাইকেল রাইডের আয়োজন করেছি। ফিলিস্তিনের মানুষের ইসরায়েল বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের সাথে আমরা রয়েছি।’
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।