দুর্নীতির অভিযোগে জেলেনস্কির চিফ অব স্টাফ পদত্যাগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রভাবশালী চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে পদত্যাগে বাধ্য করেছেন। দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা (এনএবিইউ) ও বিশেষায়িত দুর্নীতিবিরোধী প্রসিকিউটর অফিস (এসপিও) ইয়ারমাকের বাসায় অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।
উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, ইয়ারমাক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবার কথা ছিল,
কিন্তু পদত্যাগের কারণে তার অংশগ্রহণ বাতিল হয়েছে। ইয়ারমাকের পরিবর্তে আলোচনায় নেতৃত্ব দেবেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ।
৫৪ বছর বয়সি ইয়ারমাককে কৌশলগত জ্বালানি খাতে ১০ কোটি ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি অবশ্য জানিয়েছেন, দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
জেলেনস্কি বলেন, প্রেসিডেন্টের কার্যালয় নতুন করে সাজানো হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নতুন চিফ অব স্টাফ নিয়োগের বিষয়ে শনিবার আলোচনা হবে।
তথ্যসূত্র: বিবিসি
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।