হল সংসদ নেত্রীদের উদ্যোগে চবির প্রীতিলতা হলে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ ২৯ নভেম্বর শনিবার প্রীতিলতা হল সংসদের উদ্যোগে Free Dental Camp Healthy Hall Initiative প্রোগ্রাম আয়োজন করা হয় । এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের Oral Hygiene ও Dental Care বিষয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় এবং প্রাথমিক ডেন্টাল চেক-আপ সেবা দেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা ও ডেন্টাল চেক-আপ পরিচালনা করেন ডাঃ ওয়াসিফা রশিদ BDS (Dental Surgeon) এবং ডাঃ উৎসা।
প্রীতিলতা হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা এ প্রোগ্রামের আয়োজন করে।প্রোগ্রাম আয়োজনে আন্তরিক সহযোগিতা করেন প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী (সিন্ডিকেট সদস্য ও প্রভোস্ট, প্রীতিলতা হল), ডাঃ কে এম আতাউল গণি (সিনিয়র মেডিকেল অফিসার, চবি মেডিকেল সেন্টার), ইসরাত জাহান ইপতি (স্বাস্থ্য সম্পাদক), অন্তরা চাকমা (ক্রীড়া সম্পাদক ) নুসরাত জাহান তৃনা (ভিপি, প্রীতিলতা হল সংসদ, চবি), আফরিদা রিমা (এজিএস, প্রীতিলতা হল সংসদ) এবং আফনান হাসান ইমরান (স্বাস্থ্য সম্পাদক, চাকসু)। এছাড়াও প্রীতিলতা হল সংসদের প্রতিনিধিরা সার্বিক সহায়তা প্রদান করেন।
স্বাস্থ্য সম্পাদক ইসরাত জাহান ইপ্তি জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে এই স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম সফল হয়েছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।