কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীর সম্ভাবনা

কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীর সম্ভাবনা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বজুড়ে পশু-পাখি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হয়, তবে তা কোভিডের চেয়ে ভয়ঙ্কর মহামারী সৃষ্টি করতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছেন।

তিনি জানান, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাসের (এইচ১ ও এইচ৩) বিরুদ্ধ প্রতিরোধ ক্ষমতা থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেই। তাই ভাইরাসটি রূপ পরিবর্তন করলে তা শিশু থেকে স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক সকলকে ঝুঁকিতে ফেলতে পারে।

গত কয়েক বছরে সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি মেরে ফেলা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যকে প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখনও গৃহপালিত পাখি ও গরুর খামারে এইচ৫ ভাইরাস ছড়িয়ে রয়েছে। 

সম্প্রতি ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়, যার পর ওই ব্যক্তি মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩–২০২৫ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে, যার প্রায় ৪৮ শতাংশই মৃত্যু বরণ করেছেন। তবে মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম। 

রামেক্স-ভেলতি বলেন, ফ্লুর টিকা ও অ্যান্টিভাইরাল চিকিৎসা এখন অনেক উন্নত, ফলে বিশ্ব আগের তুলনায় মহামারীর জন্য অনেক বেশি প্রস্তুত।


তথ্যসূত্র: রয়টার্স

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ