গণতন্ত্র চর্চায় তরুণদের সম্পৃক্ত করতে ইবিতে নির্বাচনি অলিম্পিয়াড
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চেতনা ও নির্বাচন-সংস্কৃতির বিকাশে তরুণদের সম্পৃক্ত করতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইবি সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ‘নির্বাচনি অলিম্পিয়াড–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অলিম্পিয়াডের পূর্বে অতিথি ও আলোচকের তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনী সচেতনতা বাড়ানো, গণতন্ত্র ও সুশাসন রাষ্ট্রের উন্নয়নে তরুণদের জ্ঞান, সচেতনতা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন, সরকার কাঠামো কেন্দ্রিক সম্পর্কিত ৩০ মিনিটে ৫০ টি নৈবিত্তিক প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়। এতে ৪৮ পেয়ে অলিম্পিয়াডে প্রথম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসিফ হোসেন। ৪৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের শাকিব আল হাসান এবং ৪৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল হামিদ খান।
অনুষ্ঠানের শেষ পর্বে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকলের মাঝে সার্টিফিকেট দেয়া হয় এবং প্রথম দশজনকে ক্রেস্ট ও মেডেল দিয়ে বরণ করে দেয়া হয়।
অনুষ্ঠানে ইবির সমন্বয়কারী মামুন হোসেনের সভাপতিত্বে ও ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা, সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াহাব শাহীন, হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর এবং ন্যাশনাল ফোরামের সদস্য মোতালেব বিশ্বাস লিখন।
যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর এবং ন্যাশনাল ফোরামের সদস্য মোতালেব বিশ্বাস লিখন বলেন, 'একটি দেশের ভালো নাগরিক হয়ে উঠতে গেলে দেশে, রাষ্ট্র, সমাজ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ে জ্ঞানের প্রয়োজন। আজকের অলিম্পিয়াডটি উদ্দেশ্যও এ বিষয় গুলোর সাথে সংগতিপূর্ণ।'
উল্লেখ্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার মূলত ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে কাজ করা একটি তরুণ–কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম, জলবায়ু–বিষয়ক ক্যাম্পেইন, গণতন্ত্র ও মানবাধিকারসম্পর্কিত কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নধর্মী কর্মকাণ্ড পরিচালনা করে। তরুণদের সমাজ পরিবর্তনের শক্তি হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।