চবির ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু নেতারা

চবির ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু নেতারা
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেছা হলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পক্ষ থেকে দুটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় হল সংসদের প্রতিনিধিদের কাছে এ সেলাইমেশিন হস্তান্তর করেছেন চাকসুর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চাকসু সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, নির্বাহী সদস্য সোহানুর রহমান ও ফয়জুন্নেসা হল সংসদের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদ বিন হাবিব বলেন, “নির্বাচনের সময় আমরা এই হলে আসলে শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি ছিল– সেলাই মেশিন দেওয়া। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দুটি সেলাই মেশিন বিতরণ করেছি। ক্রমান্বয়ে অন্যান্য ছাত্রী হলেও সেলাই মেশিন প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় সেলাই করার সুযোগ পাবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং শিবিরের থেকে ফান্ড কালেকশন করে চাকসুর পক্ষ থেকে এ সেলাইমেশিন দেওয়া হয়েছে। নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন হলে এছাড়াও আমরা আরো কাজ করেছি।“

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “চাকসু হওয়ার পর বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজ আমরা দেখতে পাচ্ছি। আশা করি,চাকসুর মাধ্যমে ছাত্র-ছাত্রী কল্যাণমূলক এমন কাজ অব্যাহত থাকবে।”

এ বিষয়ে এক আবাসিক শিক্ষার্থী জানান, হলে থাকা অনেক শিক্ষার্থীই সেলাইয়ের কাজ জানেন। ছোটখাটো মেরামত থেকে শুরু করে পূর্ণাঙ্গ জামা বানানো  সবই তারা নিজেরাই করতে পারেন। এতদিন শুধু খালেদা জিয়া হলে সেলাই মেশিন থাকলেও এবার তাদের হলেও মেশিন দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজনে  কাজে আসবে বলে তিনি মনে করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ