মালয়েশিয়ার জোহরে বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী আটক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইমিগ্রেশন বিভাগের পরিচালিত এক সমন্বিত অভিযানে মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় বাংলাদেশিসহ মোট ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে এই অভিযান পরিচালিত হয়। আজ রবিবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি এ তথ্য জানান।
মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরিচালক মোহদ রুসদি জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে ইমিগ্রেশন বিভাগ পাঁচটি ভিন্ন অপারেশন ‘অপস সেলেরা’, ‘অপস মারি’, ‘অপস সাপু’, ‘অপস বেলান্জা’ এবং ‘অপস পিন্টু’ একযোগে পরিচালনা করে।
গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এই অভিযান চালানো হয়। এখানে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়ার খবর ছিল।
গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। আটককৃত ৯২ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও ৪ জন নারী, শ্রীলঙ্কার ৭ জন পুরুষ ও ২ জন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৮ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, চীনের ১ জন নারী এবং ফিলিপাইনের ১ জন নারী রয়েছেন। এছাড়াও আরও ১৫ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়েছে।
আটককৃত অভিবাসীরা প্রধানত বৈধ কর্মপরমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন করেছে বলে পরিচালক জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।