১০ম গ্রেড বাস্তবায়নে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে টেকনোলজিস্টদের কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে টেকনোলজিস্টদের কর্মবিরতি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। 
এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এসময় রেডিওলোজি এন্ড ইমেজিং ডিপার্টমেন্টের চিফ মেডিকেল টেকনোলজিস্ট আবুল কাশেম আশিক বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আমরা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমাদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই আমরা আন্দোলন করতে জানি। আমার ফ্যাসিস্ট আমলেও আন্দোলন করেছি। আমরা বারবার স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি কিন্তু আমাদের কথা রাখেনি। 

এছাড়া ক্যাথলেট ডিপার্টমেন্ট চিফ মেডিকেল টেকনোলজিস্ট মনির হোসেন মুন্না বলেন, আজ আমরা এখানে আমাদের দীর্ঘদিনের দাবি, ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছি। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায় ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে।

এ সময় বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ