জবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল

জবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও জবি’র প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার(৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন,“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে তাঁর নাম ফলক অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃস্থাপন করেছে।” 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, "বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন; তিনি সমগ্র জাতির আস্থার প্রতীক। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য তাঁর ভূমিকা অতীব প্রয়োজন।”

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং দু’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম মোঃ ছালাহ্‌ উদ্দিন।

এ সময় মাহফিলে মহিলাদের নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার,পরীক্ষা নিয়ন্ত্রক,প্রক্টর,হল প্রভোস্ট,বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী,ছাত্র সংগঠনের নেতা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ