বাজারে ফেরা শুরু করেছে বোতলজাত সয়াবিন

কিছুটা কমেছে সরবরাহ সংকট
বাজারে ফেরা শুরু করেছে বোতলজাত সয়াবিন
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পুরোপুরি সংকট কাটেনি তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। রাজধানীর বিভিন্ন মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও সুপারশপে এখন ৫০০ মিলিলিটার, ১ ও ২ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। তবে ৫ লিটারের বোতল এখনও তেমন দৃশ্যমান নয়। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরের মানিকদী বাজার, মাটিকাটা বাজার ও ইসিবি চত্বরসহ আশপাশের এলাকায় এমন চিত্র দেখা গেছে।

দোকানিরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের মারাত্মক সংকট ছিল। তবে গত কয়েক দিন ধরে সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতি উন্নতি হচ্ছে। এখন ১ ও ২ লিটারের বোতল ক্রেতারা চাইলেই পাচ্ছেন। তবে ৫ লিটারের বোতল এখনও সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছে।  

মিরপুরের এক দোকানি আব্দুল হান্নান বলেন, "১ ও ২ লিটারের সয়াবিন তেলের বোতল এখন পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা একসাথে ২-৩টি বোতল কিনতে চাইছেন। সরবরাহ আগের তুলনায় ভালো হওয়ায় আশা করছি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।"  

অন্য এক দোকানি শরিফুল ইসলাম বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় বন্ধ ছিল। গত দুই দিন ধরে সরবরাহ বাড়তে শুরু করেছে। আশা করছি, এই ধারা বজায় থাকলে বাজার পুরোপুরি স্বাভাবিক হবে।"  

ক্রেতারা অভিযোগ করেন, রমজান উপলক্ষ্যে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছেন। এতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা এ সংকটের পেছনে সিন্ডিকেটের কারসাজি, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছেন।  

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, "সরকারের উচিত ছিল সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া। তবে এখন সরবরাহ বাড়ায় আশার আলো দেখা যাচ্ছে। সরকারকে এই ধারা বজায় রাখতে হবে।"  

এর আগে, ৩ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কাঁচাবাজার পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, "আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে। বাজারে তেলের দাম কমছে এবং বাড়ছে। সয়াবিন তেলের দামও কমে আসবে।"  

বর্তমানে বাজারে পামওয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, সয়াবিন তেলের সরবরাহ বাড়লে দামও স্থিতিশীল হবে।


সম্পর্কিত নিউজ