চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘Clean Campus Day with CUCSU’ পালিত
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আজ রোববার সকালে ‘My Campus, My Responsibility’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ‘Clean Campus Day with CUCSU’ কর্মসূচি। সকাল ৯টা ৩০ মিনিটে চবি শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ময়লা-আবর্জনার স্তূপ কমে গেছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, “এ পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের বড় ভূমিকা রয়েছে। সবাই সচেতন হলে পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। এই নান্দনিক পরিবেশ ধরে রাখতে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা যদি নিয়মিত পরিচ্ছন্নতায় অংশ নেয়, তবে তারা স্বাস্থ্য সচেতন হবে এবং ক্যাম্পাসের প্রতি মায়াও বাড়বে।” তাঁর মতে, এ কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত করা উচিত।
অনুষ্ঠান পরিচালনা করেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসের ১২টি পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব স্থান হলো চবি রেলস্টেশন, নতুন ও পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বুদ্ধিজীবী প্রাঙ্গণ, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোলচত্বর, ছাত্র হলসমূহ ও চাকসু প্রাঙ্গণ।
কর্মসূচিতে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের ছয়টি পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন—চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, Reduce-Reuse-Recycle (3R) ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে নতুন উদ্দীপনা যোগাবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।