ভূমিকম্প পরবর্তী ঢাবির ৮ হল পরিদর্শন বুয়েট বিশেষজ্ঞদের

ভূমিকম্প পরবর্তী ঢাবির ৮ হল পরিদর্শন বুয়েট বিশেষজ্ঞদের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন চলছে। রোববার বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের আরও ৮টি হল ও হোস্টেল পরিদর্শন করেছে।

সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যগণ দুপুরে শামসুন নাহার হল পরিদর্শন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শামসুন নাহার হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সাব-কমিটি দিনভর বিভিন্ন হল পরিদর্শন করে।  হলগুলো হলো- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং অমর একুশে হল।

পরিদর্শনকালে বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আগামীকাল ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১.০০টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ