জাবিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ছাড়াই চালু হলো অটোরিকশা

জাবিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ছাড়াই  চালু হলো অটোরিকশা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্যাম্পাসে অটোরিকশা চলাচল পুনরায় চালু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর তত্ত্বাবধানে প্রয়োজনীয় নিরাপত্তা–সম্পৃক্ত সব মানদণ্ড নিশ্চিত করার পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আজ ৩০ নভেম্বর (রবিবার) বিকাল থেকে ক্যাম্পাসে অটোরিকশা চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নতুন এই ব্যবস্থায় প্রতিটি অটোরিকশায় লিথিয়াম-আয়ন ব্যাটারি, হাইড্রোলিক ব্রেক, ডিজিটাল মিটার, স্পিড কন্ট্রোলারসহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম যুক্ত করা হয়েছে। তাছাড়া একজন মালিক একটি রিকশা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। চালকদের জন্য নির্ধারিত পোশাক ও আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে, যাতে যাত্রী নিরাপত্তা আরও জোরদার হয়।

প্রশাসন আরো জানায়, শিক্ষার্থীদের যাতায়াত–সংক্রান্ত দীর্ঘদিনের দুর্ভোগ কমানো এবং নিরাপদ ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে তারা সবসময় সচেষ্ট থাকবে।

এ ব্যাপারে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, রিকশাচালকদের ১৭টি শর্ত পূরণের প্রতিশ্রুতির ভিত্তিতে এই সেবা পুনরায় শুরু করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে প্রতিটি অটোরিকশায় লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্ত করা, যা ইতোমধ্যে চারটি অটোরিকশায় স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সব অটোরিকশায় হাইড্রোলিক ব্রেক, গতিনিয়ন্ত্রক ডিভাইস এবং সামনে ও পেছনে স্পষ্ট নাম্বারিং স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নানা অনিয়ম ঠেকাতে চালকদের নির্দিষ্ট পোশাক পরিধানও নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন , “শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অটোরিকশাকে আরও নিরাপদ ও শিক্ষার্থী-বন্ধব করে চালু করা। আমরা তাদের দাবি ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব শর্ত বাস্তবায়ন করেছি।” তিনি আরও জানান, ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০, ২০ ও ৩০ টাকা, যাতে শিক্ষার্থীরা স্বল্প খরচে সহজে ক্যাম্পাসে চলাচল করতে পারেন। একইসঙ্গে প্রতিটি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।"

শিক্ষার্থীদের প্রতিও নিয়ম মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অটোরিকশা সেবাকে টেকসই রাখতে শিক্ষার্থীদেরও সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।”

অটোরিকশা চালু হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন এই ব্যবস্থা ক্যাম্পাসের ভেতরে দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ করবে।

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লেগে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যু হয়। তারপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ