সিইউবিতে উদ্যোক্তা তৈরিতে ক্যারিয়ার ও উদ্যোক্তা ক্লাবের যাত্রা শুরু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্য লঞ্চ প্যাড’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভাগীয় প্রধান, শিল্পখাতের পেশাজীবী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ. এম. জাহিরুল হক বলেন, বর্তমান সময়ে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; শিক্ষার্থীদের বাস্তবজীবনের চাহিদা অনুযায়ী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন অপরিহার্য। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু একাডেমিক জ্ঞান প্রদান নয়; বরং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত বলেন, তরুণদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বের হয়ে ভবিষ্যৎ সৃষ্টি করার পথ খুঁজে নেওয়া প্রয়োজন। তাঁর মতে, উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে এ ক্লাবটি কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিজস্ব সম্ভাবনা বিকাশে ক্লাবটিকে তিনি এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান বেনজীর রহমান; ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিসেস মোহাম্মদ আলতামিস নাবিল; এবং ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ। বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং ক্ষমতা এবং বাস্তবজ্ঞান অর্জনে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লাবের লোগো উন্মোচন এবং ক্লাবের লক্ষ্য, কার্যপরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচির উপস্থাপনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষতা থেকে কর্মক্ষেত্রে পৌঁছানোর একটি সেতুবন্ধন তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শেষ করার আগেই নিজের ক্যারিয়ারপথ নির্ধারণে একধাপ এগিয়ে যেতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় একশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনেক শিক্ষার্থী জানান, এ ক্লাবের পরিকল্পিত কার্যক্রম তাদের বাস্তবজগতের অভিজ্ঞতা অর্জন, শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপন, ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জন এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহ দেবে।
ক্লাবের মাধ্যমে নিয়মিতভাবে আয়োজন করা হবে ক্যারিয়ার উন্নয়নবিষয়ক কর্মশালা, উদ্যোক্তা বুটক্যাম্প, শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং সেশন, ইন্টার্নশিপ নির্দেশনা এবং দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এসব কার্যক্রম শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রত্যাশী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী ও পরিবর্তনের নেতৃত্বদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলবে। সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্ভাবনী অর্থনীতি ও প্রতিযোগিতামূলক কর্মবাজারের জন্য প্রস্তুত করার এক নতুন অধ্যায় সূচনা করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।